Principal Message

রাজশাহী দারুস সালাম কামিল (মাস্টার্স) মাদ্রাসা বাংলাদেশের রাজশাহী মহানগরী শহরে অবস্থিত একটি বিখ্যাত আলিয়া মাদ্রাসা। ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা উত্তরবঙ্গ ও রাজশাহী বিভাগের আলিয়া মাদ্রাসার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। ২০১৯ সালে এই মাদ্রাসাকে সরকারীভাবে মডেল মাদ্রাসা বানানোর প্রস্তাব করা হয়। বর্তমানে এই মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন মাওলানা এইচএম শহীদুল ইসলাম।

রাজশাহীতে ইসলামী শিক্ষার বিস্তার ঘটাতে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা ১৯৫৭ সালের ১৫ ফেব্রুয়ারি এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ১৯৬১ সালের ৭ জানুয়ারি এই মাদ্রাসা পাকিস্তান সরকার কর্তৃক অনুমোদন লাভ করে। এবং শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ তৈরি করার জন্য ধীরে ধীরে কামিল মাদ্রাসায় রুপান্তরিত হয়|

রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসায় ইবতেদায়ী থেকে শুরু করে আলিয়া মাদ্রাসার সর্বোচ্চ পর্যায় কামিল শ্রেণী পর্যন্ত রয়েছে। এই মাদ্রাসার দাখিল ও আলিম পর্যায়ে বিজ্ঞান ও মানবিক উভয় শাখা রয়েছে। বিজ্ঞান বিভাগের ছাত্ররা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। এছাড়াও ফাজিল ও কামিল পর্যায়ে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ প্রভৃতি বিভাগ চালু আছে। ফাজিল ও কামিল পর্যায়ের ছাত্রদের বিষয়ভিত্তিক গবেষণার সুযোগ রয়েছে।

Dr. Muhammod Shahidul Islam
Principal
মোবা- ০১৩০৯১২৭০৩৬, ০১৭১২৫০২২২৩